Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়ে ইসি’র চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২৩:২২

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগ ছাড়া অন্য নিবন্ধিত দলগুলোকে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিতে চিঠি দেওয়া হয়নি।’

রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। আওয়ামী লীগসহ বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এইচআই

আয়-ব্যয়ের হিসাব ইসি রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর