Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২৩:৩৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ঢাকা: আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার (৯ জুলাই) মালয়েশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

এই বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার বার্তা দিয়েছেন উপদেষ্টা।

সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন তিনি। এর ফাঁকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘যদি সুযোগ থাকে আমি কথা বলব।’

বিজ্ঞাপন

উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সবাই জঙ্গি কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের হয়তো ছোট একটা দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারও জঙ্গি সংশ্লিষ্টতা থাকে আমরা বলেছি, মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।’

প্রসঙ্গত, আগামী ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে। সেই বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে বুধবার (৯ জুলাই) কুয়ালালামপুর যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সারাবাংলা/একে/এইচআই

এম তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর