Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর পর মুক্ত খুবির সেই দুই ছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২৩:৪১

খুলনা: দীর্ঘ ৫ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গি সন্দেহে তুলে নেওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে তারা মুক্তি পান। এর আগে গত সপ্তাহে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নুর মোহাম্মাদ অনিক ও মোজাহিদুল ইসলাম।

সহপাঠীরা জানান, ২০২০ সালের ৮ জানুয়ারি ওই দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১৭ দিন অজানা স্থানে রেখে তাদের নির্যাতন করা হয়। পরে ২৫ জানুয়ারি তাদের বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার দেখায় পুলিশ। ওই দিনই তাদের খুলনার কৃষক লীগ কার্যালয় ও আড়ংঘাটা থানার গাড়ির গ্যারেজে বোমা হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর একে একে তাদের বিরুদ্ধে আরও চারটি মামলা করে পুলিশ। সেই থেকে পাঁচ বছর তারা কারাবন্দি ছিলেন।

বিজ্ঞাপন

তাদের আইনজীবী অ্যাডভোকেট আকতার জাহান রুকু জানান, ছয়টি মামলার মধ্যে দুটি মামলায় তারা খালাস পেয়েছেন, দুটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন এবং বাকি দুটি মামলায় সাজা হলেও উচ্চ আদালতে জামিন চাওয়া হলে হাইকোর্ট সেটি মঞ্জুর করেন।

তিনি আরও জানান, জামিন আদেশ আশুরার ছুটির কারণে কারাগারে পৌঁছাতে দেরি হয়। সোমবার আদেশ পৌঁছানোর পর সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। গ্রেফতারের সময় অনিক মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে এবং রাফি পরিসংখ্যান ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন।

সারাবাংলা/এইচআই

খুবি খুলনা বিশ্ববিদ্যালয় জামিনে মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর