Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে জেনারেল হাসপাতাল থেকে ‘ভুয়া ডাক্তার’ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ০০:১৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

যশোর: নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চত্বর থেকে আব্দুর রহমান রাকিব (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।

আটক রাকিব যশোর শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে। তিনি বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী।

ভুক্তভোগী সানজিদা বেগম জানান, তার চাচাতো ভাইয়ের শাশুড়ি আইসিইউতে ভর্তি থাকাকালীন রাকিব রিপোর্টের কথা বলে তার কাছ থেকে ৫০০ টাকা নেন। টাকা নেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তিনি হাসপাতালের ডিউটিরত পুলিশকে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, গত ১৫ দিন ধরে রাকিব হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের কাছে গিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন। এরপর বিভিন্ন রিপোর্টের কথা বলে তাদের কাছ থেকে অর্থ আদায় করতেন এবং টাকা নেওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যেত না। তিনি মডেল ওয়ার্ডের একজন রোগীর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং আরেকজনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি তিনি মিথ্যা দাবি করতেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক তাকে এই দায়িত্ব দিয়েছেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ভুয়া ডাক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত জানিয়েছেন, রাকিব হাসপাতালের কোনো কক্ষ ব্যবহার করতেন না। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেয়নি।

তিনি আরও বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। একইসঙ্গে হাসপাতালে আরও কোনো ভুয়া ডাক্তার ঘোরাফেরা করছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।’

সারাবাংলা/এইচআই

ভুয়া ভুয়া ডাক্তার যশোর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল