Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তিতুমীর কলেজ প্রতিনিধি
৭ জুলাই ২০২৫ ২২:০১ | আপডেট: ৮ জুলাই ২০২৫ ০১:১০

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আলাদা করে স্বতন্ত্র একটি প্রতিষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার (৭ জুলাই) সকাল ১১ টায় কলেজের মূল ফটকের সামনে “তিতুমীর রক্ষা আন্দোলন”-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা  “অধিভুক্ত নয়, মুক্তি চাই”, ” স্বতন্ত্র তিতুমীর চাই”,”বাঁশের কেল্লা গঠন করো, তিতুমীর স্বাধীন করো”, “তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাই নাই” স্লোগান দেন।

মানববন্ধনে  আফিয়া অর্ণি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আন্দোলন আজকের আন্দোলন নয়। দীর্ঘদিন যাবত শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা আবার রাজপথে নেমেছি।  সেশন জট এবং সঠিক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত না হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কোন অধিভুক্তি চাই না, আমরা স্বতন্ত্র  তিতুমীর কলেজ দেখতে চাই।’

বিজ্ঞাপন

আরেক শিক্ষার্থী সানজিদা বলেন, ‘সেশন জট থেকে শুরু করে রেজাল্ট এবং নতুন সেশনে ভর্তি সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে এগুলোর একমাত্র সমাধান তিতুমীরকে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই,  আমরা কোনো অধিভুক্তিতে যাবো না। আমরা  স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে তিতুমীর কলেজকে দেখতে চাই।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার অধিভুক্ত বাতিল করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করে। ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে সেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাবনা হয়। এদিকে শুরু থেকেই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অথবা স্বতন্ত্র কলেজ গঠন করার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর