ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল’-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগের দিন রোববার (৬ জুলাই) রাতে তার শরীরের বাম অংশ অবশ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে তার মরদেহ নিয়ে আসা হয়। এ সময় তাকে বিদায় জানাতে শত শত সহপাঠী, সিনিয়র ও জুনিয়ররা ক্যাম্পাসে আসেন। তাদের অনেকেই আহসানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন।
সহপাঠীরা বলেন, আহসানের মৃত্যু মেনে নেওয়া কষ্টের। পুরো ক্যাম্পাসেই তার ভালো পরিচিতি ছিল। সে আমাদের মাঝে নেই, এটা এখনো বিশ্বাস হচ্ছে না। এখন আহসান ও তার পরিবারের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। তার জন্য সকলের কাছে প্রার্থনা কামনা করছি।