Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর সঙ্গে অভিমান, বিষপানে স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ০৮:৩৯

আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড়।

পঞ্চগড়: পঞ্চগড়ে পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে শাহিনুর আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বলছে, স্বামী জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ত থাকায় অভিমান করে বিষপান করেন তিনি।

এদিকে, মৃত্যুর আসল কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

জানা গেছে, মৃত শাহিনুর আক্তার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মেহেনা ভিটা গ্রামের তসলিম উদ্দীনের স্ত্রী। ওই গৃহবধূ স্বামী পরিত্যক্ত অবস্থায় গত দেড় মাস আগে তসলিম উদ্দীনের সঙ্গে পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে হয় তার।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্ত ছিলেন ওই নারী। তার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল আমবাড়ি গ্রামে। গত দেড় মাস আগে পঞ্চগড়ে তসলিমের সঙ্গে পারিবারিক ভাবে দ্বিতীয় বিয়ে হয় তার। তসলিম জুয়া খেলার সঙ্গে যুক্ত ছিলেন। বাড়িতে ঠিকঠাক না আসা- এবং জুয়া খেলা নিয়ে কলহ সৃষ্টি হয়। এর মাঝে গত শনিবার (৫ জুলাই) ওই নারী বাড়িতে বিষপান করলে দুপুরে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। এদিকে ঘটনার পর তার বাবার বাড়িতে খবর দেয় তসলিম। সোমবার চিকিৎসাধীন অবস্থায় দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যান ওই নারী।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শন তৈয়ব আলী জানান, ওই নারীর বাবার বাড়ির পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি লিখিত নেওয়া হয়েছে। এরপর মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত আসলে মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

বিষপানে আত্মহত্যা স্ত্রীর আত্মহত্যা স্বামীর সঙ্গে অভিমান