Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাইয়ের ফ্যাসিস্ট ও শহিদদের বিচার করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ০৮:৫০

পাবনা হামিদ রোড় শহিদ চত্বরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

পাবনা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাইয়ের ফ্যাসিস্ট ও শহিদদের বিচার করতে হবে। এই যে ফ্যাসিস্টদের রাষ্ট্রপতি থাকতে পারে না, যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে তাদের রাষ্ট্রপতি সরাতে হবে।’

সোমবার (৭ জুলাই) রাত ১০টায় পাবনা হামিদ রোড় শহিদ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কিন্তু রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম অভ্যুত্থানের পরে আমাদের মিডিয়া সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমলাতন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে, সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন দেশ গড়ব। বিচার সংস্কার এবং নতুন সংবিধানে আমাদের অভিমুখ। গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের তরুণীরা দেয়ালে দেয়ালে যেই গ্রাফিতি এঁকেছিল এই গ্রাফিতির মধ্যে দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন।’

বিজ্ঞাপন

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা মিডিয়ার সংস্কার চাই, তারেক রহমান, বেগম জিয়াকে মিথ্যাচার করেছে, আজকে কালের কন্ঠকে নিয়ে কথা বললে নাকি, বসুন্ধরাকে নিয়ে কথা বললে না কি বিএনপি ভয় পেয়ে যায়।’ আপনেরা কি কারো কাছে রাজনীতি বর্গা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর