Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ডাকাতের মারধর ও ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ০৮:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকার একটি বাসায় ডাকাতের মারধরে ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলিতে একটি বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, যাত্রাবাড়ীর পাঁচতলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। আর তিনি নিজে থাকেন রায়েরবাগ এলাকায়। ভোরে বাবার বাসার ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাইলের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত সালেহা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ছুরিকাঘাতে বৃদ্ধ খুন ডাকাতের মারধর বাড়িতে ডাকাতি