Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবি করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ০৯:১০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখার সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ।

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) নতুন নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সেক্রেটারি হয়েছেন আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ জাহেদ।

সোমবার (৭ জুলাই) আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি গঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

সভায় শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয় ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত রিয়াজুল ইসলামকে সভাপতি ঘোষণা করেন এবং সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি।

বিজ্ঞাপন

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আব্দুল আলীম আরিফকে সেক্রেটারি এবং মোহাম্মদ জাহেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব, জবি শাখার সাবেক সভাপতি দাইয়্যান সালেহীন, হাফেজ সাজ্জাদ হোসেন, মিকদাদ হোসেন, ইকবাল শিকদার এবং সদ্য সাবেক সভাপতি আসাদুল ইসলাম।

সারাবাংলা/এসডব্লিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর