Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসবাহুল উলূম কামিল মাদরাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৮ জুলাই ২০২৫ ০৯:১৮

রাজধানীর বাংলামোটরে অবস্থিত হামদর্দের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ঢাকার খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান মিসবাহুল উলূম কামিল মাদরাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডি’র চেয়ারম্যান, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত হামদর্দের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং প্রতিষ্ঠানটির শুভাকাক্সিক্ষ হামদর্দের সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলসের পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনকে ফুলেল শুভেচ্ছা জানায় মাদরাসা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন মাদরাসা প্রিন্সিপাল ড. মু. মহিউদ্দিন আহমদ, প্রতিষ্ঠাতা প্রতিনিধি মো.লুৎফুর রহমান, দাতা প্রতিনিধি মো. শাহ সুলতান খোকন, বিদ্যোৎসাহী প্রতিনিধি অধ্যক্ষ মোশাররফ হোসাইন, বিদ্যোৎসাহী প্রতিনিধি মোহাম্মদ আবু হানিফ।

অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. মুহাম্মদ আমিমুল ইহসান, মো.তাজুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন মুহাম্মদ মাহমুদুল হাসান, মো. মিলন হোসাইন, মোহাম্মদ আজিজুল হক।

এ সময় মিসবাহুল উলূম কামিল মাদরাসার উন্নয়ন অগ্রগতির নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

গভর্নিং বডির সভা মিসবাহুল উলূম কামিল মাদরাসা হামদর্দ ল্যাবরেটরীজ