Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি’র পটুয়াখালী জেলা শাখার সমন্বয় কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ০৯:৪৮

পটুয়াখালী জেলা শাখার সমন্বয় কমিটিতে কলাপাড়ার চার জনকে সদস্য করা হয়েছে।

পটুয়াখালী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পটুয়াখালী জেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সই করা ৩৪ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে প্রধান সমন্বয়কারী করা হয়েছে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাকে ও মো. বশির উদ্দিনসহ ছয়জনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

এ কমিটিতে কলাপাড়ার চার জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ , মো. মনিরুজ্জামান ও মাহাবুবুল আলম নাঈম।

বিজ্ঞাপন

জেলা সমন্বয় কমিটিতে স্থান পাওয়া সদস্য কলাপাড়ার বাসিন্দা মাহাবুবুল আলম নাঈম বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে পটুয়াখালীর সকল সাংগঠনিক বিস্তৃতি ঘটাবো ইনশাল্লাহ। এ লক্ষ্যে পটুয়াখালীর সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং কমিটি গঠনের জন্য কাজ করব। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করব, জুলাই হত্যার বিচার, রাষ্ট্রের কাঠামোগত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণের জন্য কাজ করব।’

সারাবাংলা/এসডব্লিউ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি গঠন