নেত্রকোনা:নেত্রকোনায় রেলওয়ে কাঁচাবাজার উচ্ছেদের প্রতিবাদে এক মাস সময় পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।পূর্বে ঘোষিত সময় অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ এ বাজারটি উচ্ছেদের চেষ্টা করলে তারা ব্যবসায়ীদের আন্দোলনের মুখে সময় বেঁধে দিয়ে ফিরে যান।
সোমবার (৭ জুলাই) দুপুরে নেত্রকোনা পৌর শহরে সরকারি কলেজ রোডে অবস্থিত সাতপাই সমবায় কাঁচাবাজারটি উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়,২০০৩ সাল থেকে রেলওয়ের ভূমিতে স্থানীয় দুই শতাধিক ব্যবসায়ী কাঁচাবাজার স্থাপন করে ব্যবসা করে আসছেন। আর এতে অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা করে স্থানীয় পৌরসভা। একটি প্রভাবশালী মহল বাজারটি তাদের আওতায় লিজ নেওয়ার চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, বাজারটিতে ছোট বড় অন্তত দুই শতাধিক ব্যবসায়ী তরকারী, ফলমূল ,শাকসবজি ও মাছসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। একটি মহল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এ সমস্যার সৃষ্টি হয়েছে। বাজারটি রেলওয়ে উচ্ছেদ করলে তাদের পথে বসতে হবে।
স্থানীয় ক্রেতা শিক্ষক জহিরুল ইসলাম জানান, এ বাজারের আশেপাশে সরকারি কলেজ, পিটিআই, ভোকেশনালসহ ঘনবসতি রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিত্যদিনের পণ্য, শাকসবজি ফলমূল ও মাছ কেনাবেচা করে এলাকাবাসী। বাজারটি উচ্ছেদ করলে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়বে।শত শত ব্যবসায়ী বেকার হয়ে পড়বেন।
এ ব্যাপারে নেত্রকোনা রেলস্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন জানান, বাজার উচ্ছেদ করতে রেলওয়ে কর্তৃপক্ষ প্রশাসনিক লোকজন নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন। স্থানীয় ব্যবসায়ীরা তাতে প্রতিবাদ জানান। এরপর আলোচনা সাপেক্ষে এক মাস সময় পেলেন ব্যবসায়ীরা।