Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতা মোবারকের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে চলছে আপিল শুনানি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১০:৪০

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আপিলটি কার্যতালিকায় এক নম্বরে রয়েছে।

২০১৪ সালের ২৪ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। কিন্তু গত ১১ বছরেও শুনানি হয়নি। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

বিজ্ঞাপন

এরমধ্যে, ১ নম্বর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টান মান্দাইল গ্রামের ৩৩ জনকে গঙ্গাসাগর দীঘির পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর ৩ নম্বরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী আব্দুল খালেককে অপহরণ করে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তৎকালীন ট্রাইব্যুনাল।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর