ঢাকা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৮ জুলাই) সকালে এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, টানা বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।
এরই মধ্যে রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমতে শুরু করেছে, যার ফলে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে, যা বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়িয়ে তুলছে।
সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বসবাসরতদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।