Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১১:৫৬ | আপডেট: ৮ জুলাই ২০২৫ ১৩:০৬

মৃত শিক্ষার্থী কে এম হাসানুর রহমান ওরফে সাবাবের মরদেহ।

কক্সবাজার: বৈরী আবহাওয়ার ফলে উত্তাল সমুদ্র সৈকত। এমন প্রতিকূল আবহাওয়াতে সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং দুইজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন তারা।

সদ্য উদ্ধার হওয়া মৃত কে এম হাসানুর রহমান ওরফে সাবাব (২১) ঢাকার মিরপুর থানার পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

ঘটনায় নিখোঁজ রয়েছেন, বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। মৃত উদ্ধার ও নিখোঁজ সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, সকালে পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। যার মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর তিনজন বাঁধের নিচে নেমে গোসল নামে। এ সময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলছেন, বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এদিকে, আবহাওয়া অফিস বলছে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্র সৈকত। অব্যাহত রয়েছে টানা বৃষ্টি। এরই মধ্যে অন্তত ২০টি পয়েন্টে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। তবে হতাতের খবর পাওয়া যায়নি। এই অবস্থা আরও কয়েকদিন থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ

নিখোঁজ মরদেহ উদ্ধার সৈকতে গোসলে নেমে মৃত্যু