Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাচেলর পয়েন্টে অশ্লীলতা: নির্মাতা-অভিনেতাদের আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৪:০২ | আপডেট: ৮ জুলাই ২০২৫ ১৪:১৩

ঢাকা: অশ্লীলতা-সামাজিক অবক্ষয়ের অভিযোগ তুলে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেলসহ ছয়জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার (৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এ নোটিশ পাঠান।

অন্যরা হলেন- অভিনেতা জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজ।

নোটিশে বলা হয়, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের ১-৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে, যা অশ্লীল, ডাবল মিনিং ও সমাজে বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ-বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে, যা নীতিনৈতিকতা পরিপন্থী।

বিজ্ঞাপন

পাশাপাশি ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি ডায়ালগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে, যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করা হয় নোটিশে।

এতে আরও বলা হয়, নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হচ্ছে। অথচ নাটকের ভাষা, ভাব ও উপস্থাপন একদমই পরিবারবান্ধব নয়। বরং এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আইনজীবী মহিউদ্দিন বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কনটেন্ট প্রচার করা অপরাধ। অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন এই আইনজীবী।

সারাবাংলা/আরএম/ইআ

আইনি নোটিশ ব্যাচেলর পয়েন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর