Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত, দুর্ভোগে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৪:২৭

হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে নোয়াখালী পৌরসভা এলাকায়।

নোয়াখালী: মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালী জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার বেশ কিছু রাস্তাঘাট ডুবে গেছে। বৃষ্টিতে প্রধান সড়কে ও বাসা বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে। এ নদীবন্দরকে ১ নম্বর ও সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সরেজমিনে দেখা যায়, গতকাল সোমবার থেকে টানা বর্ষণে জেলা শহর মাইজদীর প্রেসক্লাব সড়ক, টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, ডিসি সড়ক, মহিলা কলেজ সড়ক, জেল খানা সড়ক, মাইজদী বাজার সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে সকাল থেকে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়,পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয় গুলো ভরাট হয়ে যাওয়ায় পৌরবাসীর এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। হালকা বৃষ্টিতেই নোয়াখালী পৌরসভা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি। প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তবে পাশের কিছু সড়ক পানিতে ডুবে গেছে।’

সারাবাংলা/এসডব্লিউ

জলাবদ্ধতা বৃষ্টিপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর