চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার প্রাথমিক তথ্য দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সোমবার (৮ জুন) রাতে বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র এপিক ল্যাবের পরীক্ষায় দুইজনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি মিলেছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৪০ বছরের বেশি।
চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ওয়ালিউল্লাহ ও মো. নুরুন্নবীর ব্যক্তিগত চেম্বারে জ্বর, শরীর ব্যাথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে দুই রোগী চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে তারা এপিক হেলথ কেয়ারে পরীক্ষা করেন। রাতে সেখান থেকে পাওয়া রিপোর্টে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি আইসিডিডিআরকে অবহিত করা হয়েছে। তারা এখন আইডিসিআরের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।