Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৫:১৪

মৃত কিশোর আফরান মুন্সি।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে আফরান মুন্সি (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে লেখাপড়া শেষ করে ঘুমিয়ে পড়লে আফরানকে বিষধর সাপে কামড় দেয়। এরপর হঠাৎ অসুস্থতা বোধ করে ঘরের সবাইকে ডেকে তুলে সে এবং আস্তে আস্তে তীব্র ব্যথায় নিস্তেজ হতে থাকে। রাত ২টার দিকে তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আফরান ওই গ্রামের মৌলভী বাড়ির মৃত মো. হাতেম মুন্সীর ছেলে ও কাজী ওয়ালীউল্লাহ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

আফরানের চাচা ইমরান মুন্সি বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম বাড়িতে একটি পোষা বিড়াল হয়তো তাকে কামড় দিয়েছে। অবস্থার অবনতি হলে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানায়, তাকে বিড়াল নয় বিষধর সাপে কামড় দিয়েছে। দীর্ঘ সময় হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিভ জুবায়ের জানান, গতকাল গভীর রাতে সাপে কাটা এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। বিড়ালে কামড়িয়েছে এমন ধারণা থেকে পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসকের নিকট আনতে দেরি করে ফেলে। চিকিৎসক ক্ষতস্থান দেখে সাপের কামড় বলে নিশ্চিত করেন।

সারাবাংলা/এসডব্লিউ

সাপের কামড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর