Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৫:৪৪

ফরিদপুর: ফরিদপুরে এনসিপি’র জেলা কমিটির ১ নম্বর যুগ্ম-সমন্বয়ক এস এম জাহিদ ও তার ছেলে জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতুর বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে শহরের আলীপুর এলাকায় তাদের নিজ বাসভবন আয়েশা ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্ত এস এম জাহিদ জানান, দুর্বৃত্তরা হানা দিয়ে তিনটি লোহার দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে দুটি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে। এ সময় অন্য দুটি কক্ষে এনসিপি নেতা জাহিদ ও তার ছেলে শ্রমিক উইং এর প্রধান সমন্বয় জুনায়েদ অবস্থান করছিলেন। ভেতর থেকে আটকানো থাকায় ওই দুটি কক্ষের দরজা খুলতে পারেনি দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

ভোরে ফজরের আজান শুরু হলে জাহিদের জেগে ওঠা টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় তালা ভাঙ্গার যন্ত্র ও দুই জোড়া স্যান্ডেল রেখে যায় দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কোনো মূল্যবান মালামাল খোয়া যায়নি বলে জানিয়েছেন জাহিদ। কোনো মালামাল না নেওয়ায় ঘটনাটি ব্যক্তি আক্রোশে ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে আশংকা করেছেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র মাধ্যমে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।

সারাবাংলা/এসআর

এনসিপি দুর্বৃত্তদের হানা ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর