Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী জুট মিলের সাড়ে ৩ একর জমি বিক্রি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৬:০৯ | আপডেট: ৮ জুলাই ২০২৫ ১৬:১১

ঢাকা:  রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর আওতাধীন ‘লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড’-এর প্রায় সাড়ে ৩ একর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (০৮ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাজধানীর ডেমরা এলাকায় অবস্থিত ‘লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড’-এর মালিকানাধীন নরসিংদী জেলার সদর থানার হাজিপুর মৌজার ৩ দশমিক ৪৫ একর জমি বিক্রি করা হবে।

 

বিজ্ঞাপন

এর আগে গত ৪ জুন একই মিলের প্রায় সাড়ে ৬ একর (৬.৪৮৫ একর) জমি বিক্রয়ের একটি নীতিগত প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছিল। কিন্তু পরে বৈঠকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।

তবে ওইদিনের (৪ জুন) বৈঠকেই পৃথক আরেকটি প্রস্তাবে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া মৌজায় অবস্থিত বিজেএমসি’র আওতাধীন ‘ময়মনসিংহ জুট মিল লিমিটেড’ এর মালিকানাধীন প্রায় ১৭ একর (১৬.৮৯ একর) জমি বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, ইতোপূর্বে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলের জমি বিক্রির লক্ষ্যে একাধিকবার উদ্যোগ নিয়েছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কিন্তু সে সময় গঠিত একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স এসব জমি বিক্রি না করে সেগুলোর লীজ দেওয়ার সুপারিশ করেছিল।

সারাবাংলা/আরএস

বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিজেএমসি লতিফ বাওয়ানী জুট মিল সাড়ে ৩ একর জমি বিক্রি