ঢাকা: গত বছরের (২০২৪ সাল) জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে রাষ্ট্রীয়ভাবে সারাদেশে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ পালনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অনুষ্ঠানের মূল আয়োজক হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানমালার আওতায় ৫টি ড্রোন শো’র আয়োজন করা হবে।
এছাড়া ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকাসহ দেশের ৬৩ জেলায় এলইডি’র মাধ্যমে জুলাই বিপ্লবের স্পিরিট ও ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, ৬৩ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও র্যালি, জুলাই অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান, পোস্টার, অনুষ্ঠানের জন্য নানাবিধ ডিজাইন তৈরি ও আমন্ত্রণপত্র ছাপানো হবে।
জরুরি ভিত্তিতে ও সুষ্ঠুভাবে উল্লেখিত ড্রোন শো প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সারাদেশে উল্লেখিত কর্মসূচি পালনে পণ্য ও সেবা ক্যাটাগরির কাজ ‘সরাসরি ক্রয় পদ্ধতি’তে সম্পাদনের নীতিগত অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।
মঙ্গলবার (০৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে ৫টি ড্রোন শো’র আয়োজনের সেবা ক্রয়ের বিষয়ে বলা হয়, স্থানীয় ও একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রোন ভাড়া ও প্রদর্শন করা হবে।