Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৭:০৪

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দিন রাতে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার রবিউল ইসলাম ভটের ছেলে শামিম আহম্মেদ সবুজ (২৮), একই উপজেলার জোকা মোল্লাপাড়ার শহিদুল ইসলামের ছেলে শিবলু হোসেন (২৮) ও বেতগাড়ী লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান— অতিরিক্ত পুলিশ সুপার।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর