ঢাকা: বাংলাদেশি পণ্যে আমেরিকার নতুন করে শুল্কারোপের পর শেয়ারবাজারে পতন ছিল স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের শেয়ারবাজারে এর প্রভাব তেমন পড়েনি। দিন শেষে মঙ্গলবার (৮ জুলাই) সূচকের উত্থান ঘটেছে। শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের কিছুটা আস্থা তৈরির ফলেই এমন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
মঙ্গলবার দেশের শেয়ারবাজার উত্থানের মাধ্যমে টানা চার কার্যদিবস মূল্যসূচক বাড়ল। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে চার মাস পর লেনদেন ৬০০ কোটি টাকার ঘরে উঠেছে।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৮২ পয়েন্টে। এর আগের ৩ কার্যদিবসের মধ্যে সোমবার ৮২ পয়েন্ট, বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি ৬০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৮টির বা ৩৯ দশমিক ৭০ শতাংশের। আর দর কমেছে ১৯১টির বা ৪৭ দশমিক ৯৯ শতাংশের। এ ছাড়া, দর পরিবর্তন হয়নি ৪৯টির বা ১২ দশমিক ৩১ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩ টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৩০ পয়েন্টে।
আগের দিন সিএসইতে ৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট বেড়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৭ জুলাই) ১৪টি দেশের পণ্যে নতুন শুল্কহার ঘোষণা করেছেন। নতুন ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকরের কথা রয়েছে।