ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার সাংগঠনিক পদ সাময়িক স্থগিত করা হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান।
সোমবার (৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেখানে বলা হয়েছে, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি, কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে না- সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একইসঙ্গে কারণ দর্শানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রমও সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।