Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতার পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৭:৪৯

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার সাংগঠনিক পদ সাময়িক স্থগিত করা হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান।

সোমবার (৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সেখানে বলা হয়েছে, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি, কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে না- সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে কারণ দর্শানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রমও সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর