ঢাকা: স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানিসহ ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩১৫ কোটি টাকা।
মঙ্গলবার (০৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, এটি চলতি পঞ্জিকা বছরের ৩২তম এলএনজি আমদানি। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ এ কার্গোটি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২.৬২ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা।
বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৩৯৭.৭৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৪৬ কোটি ৫৩ লাখ টাকা।
বৈঠকে ঢাকা-ময়মনসিংহ বিভাগে পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে একই প্রকল্পের দুটি পৃথক প্যকেজের দুটি লটের পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটি লটের কাজই পেয়েছে ‘আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড’। এতে ব্যয় হবে প্যাকেজ নং ডব্লিউ-১-লট-১-এ ১৪৪ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং প্যাকেজ নং ডব্লিউ-২-লট-২-এ ১৪৩ কোটি ২৩ লাখ ৮৩ হাজার টাকা।
বৈঠকে খুলনার ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) ও কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ-০৩-এর পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘মেসার্স ময়েনউদ্দিন (বাশি) লিমিটেড’। এতে ব্যয় হবে ১০৬ কোটি ৮৮ লাখ টাকা।
এছাড়া বৈঠকে গাইবান্ধায় ৩৪টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং ২১-২২/এনডব্লিউ-০৫ বাস্তবায়নে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে যৌথভাবে ‘মো. রাশাদুজ্জামান পিটার’ ও ‘মেসার্স হামিম ইন্টারন্যাশনাল’। এতে ব্যয় হবে ২৪১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা।