ভোলা: ভোলা সদর উপজেলার রেবা রহমান কলেজ সংলগ্ন সড়কে মো. মতলব ফরাজী (৬০) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত মতলব ফরাজী উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া এলাকার বজলু ফরাজী বাড়ির বাসিন্দা।
নিহতের ভাতিজা মাকসুদ আলম জানান, তার চাচা মতলব ফরাজী সোমবার সন্ধ্যার পর স্থানীয় ঘুইংগারহাট বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে গজারিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রিকশাটি রেবা রহমান কলেজের পিছনের সড়কের নির্জন স্থানে পৌঁছলে রিকশায় থাকা যাত্রীরা তাকে পিছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তার পাশে ফেলে দেয়। পরে তার চিৎকারে স্থানীয় আব্দুর রব নামে এক ব্যক্তি এসে দেখেন তিনি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে তিনি স্থানীয় আরও লোকজনকে ডেকে তাকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অটোরিকশারচালক মতলবের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।