ঢাকা: ১০ জুলাই প্রকাশ হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশে কারিগরি সহায়তায় কাজ করছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডসগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস’র মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মঙ্গলবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে টেলিটক এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ১১টি শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫- এর ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশে কারিগরি সহায়তায় কাজ করছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা তাদের যেকোনো মোবাইলে এসএমএস’র মাধ্যমে ফলাফল পাবেন। সেক্ষত্রে SSC<Space> Board Name (First 3 letters)<Space>Roll<Space>Year লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এসএসসি, বাংলাদেশ মাদরাসা বোর্ডের জন্য দাখিল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এসএসসি টেক লিখতে হবে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানতে হলে ব্রাউজ করতে হবে: http://www.educationboardresults.gov.bd
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্যেও আবেদন করা যাবে, আবেদন করার নিয়ম: RSC<Space> Board Name (First 3 letters)<Space>Roll<Space>Subject Code লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে। একাধিক Subject Code Type এর ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন- ১০১, ১০২, ১০৩। আবেদনের সময় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিপত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা।