খুলনা: খুলনার রূপসায় পানিতে ডুবে আব্দুল করীম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আব্দুল করীম আনন্দনগর গ্রামের কৃষক মো. আরমান শেখের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে শিশুটি উঠানে বৃষ্টির মধ্যে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানের পাশের পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।