ঢাকা: রাজধানীর গুলিস্তান শহীদ মতিউর পার্কের পুকুরের পানি থেকে অজ্ঞাত (১১) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পল্টন থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ বলেন, ‘৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের পুকুর পাড়ে যাই। সেখানে গিয়ে জানা যায়, দুই/তিনজন শিশু বেলা ৩টার দিকে পুকুরের পানিতে গোসল করতে নামে। তখন এক শিশু পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। এর পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে পুকুরের তলদেশে তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে শিশুটির মরদেহ খুঁজে পায়।’
তিনি জানান, স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তার পরনে সাদা পায়জামা ও নীল রংয়ের পাঞ্জাবি রয়েছে। তার সঙ্গে যে কয়েকজন শিশু এসেছিল তাদের পরনেও একইরকম পোশাক ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি কোনো মাদরাসার ছাত্র হতে পারে। মরদেহের দুই চোখে ও ঠোঁটের পাশে সামান্য জখম রয়েছে। শিশুটির পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।