ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী কাজা করায় বিএনপির আরও ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
বহিষ্কৃত নেতারা হলেন— গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, নরসিংদী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার এবং ঢাকা সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুশা।
উল্লেখিত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।