নোয়াখালী: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর চারটি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৯ ও ১০ জুলাই (বুধ ও বৃহস্পতিবার) এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা শিক্ষা কর্মকর্ত জানায়, দুই দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে নোয়াখালীর সদর, সুবর্ণচর, কবিরহাট, ও কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৯ ও ১০ জুলাই (বুধ ও বৃহস্পতিবার) এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, টানা বৃষ্টির ফলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও সেগুলোর যাতায়াতের রাস্তাঘাট ডুবে গেছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা স্কুল ও মাদরাসার চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।