রাজবাড়ী: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৮জুলাই) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়।
ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক সুলতানা আক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো.শহীদুল ইসলাম।
জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। এই বিপ্লবের সফলতা আনতে হলে অবশ্যই গাছ লাগাতে হবে। এখন বর্ষাকাল, বৃক্ষরোপণের এটাই উপযুক্ত সময়। সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং খাদ্যশস্যের প্রধান উৎসও গাছ। গাছ আমাদের খাদ্য ও অক্সিজেন দুটোই দিচ্ছে। বাড়ির আনাচে-কানাচে গাছ লাগালে সৌন্দর্য বৃদ্ধিসহ বিভিন্ন উপকারিতা পাওয়া যায়।’
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানের বৃক্ষমেলার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর ফিতা ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।