ঢাকা: ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফজলে হাসান নিয়নের উদ্যোগে ঢাকা কলেজে ক্যাম্পাসে উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১ টায় কলেজের মুক্ত মঞ্চে এই লাইব্রেরি স্থাপন করা হয়।
উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠার বিষয়ে ছাত্রদল নেতা নিয়ন বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই মেধা, মনন ,সৃজনশীলতা ও প্রজ্ঞা-প্রগতিনির্ভর রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে। এরই ধারাবাহিকতায় ও আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।’
তিনি বলেন, ‘ছাত্রদলের এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ফলে অন্যন্য ছাত্রসংগঠনগুলোও ক্যাম্পাসে ইতিবাচক কার্যক্রমে অনেকটা উৎসাহী এবং আগ্রহী হয়ে উঠবে। ফলে শিক্ষঙ্গনে একটি সুস্থ প্রতিযোগিতাপূর্ণ রাজনীতির পরিবেশ গড়ে উঠবে। যার সামগ্রিক ফল সাধারণ শিক্ষার্থীরা ভোগ করতে পারবেন।’
এ সময়ে ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, শাহজাহান সৌরভ, সিরাজুম মনির নায়েব, এস এম রবিন, আদনান মাহমুদ আারিফ, নাদিম খান, ফাহিম শাহরিয়ার সাদ, রাকিব রায়হান, নাফিজ আহম্মেদ, পারভেজ হোসেন, ইয়াসিন হাসান আদিব, কাজী রাসেলসহ আরও অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।