Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অরক্ষিত রেলগেট, ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল অরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ২৩:৫৬

চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত জীবন আহমেদ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় জীবন আহমেদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন=

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত জীবন আহমেদ আমিরপুর গ্রামের আরমান আলীর ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিএ ১ম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, জীবন আহমেদ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। পথে আমিরপুরের অরক্ষিত রেলগেট অতিক্রম করার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর জীবন আহমেদের দেহ কিছু দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও, মোটরসাইকেলটি ট্রেনের নিচে আটকে যায়। ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে যায়। পরে মোটরসাইকেলটি রেললাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল শুরু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ উপস্থিত হয়। মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনায় স্থানীয় এলাকাবাসী রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় আপ ও ডাউন লাইনে তিনটি ট্রেন দেড় ঘণ্টা আটকা পড়ে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/পিটিএম

অরক্ষিত রেলগেট ট্রেনের ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর