Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১২:০৯

কাজ করছে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম।

ঢাকা: অব্যাহত বৃষ্টিপাতে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৯ জুলাই) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকার কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে জানানোর জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এনজে

ইমারজেন্সি রেসপন্স টিম জলাবদ্ধতা নিরসন টানা বৃষ্টি ডিএসসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর