Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় সালমান-আনিসুলসহ গ্রেফতার ৯

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১২:৫৪

নতুন মামলায় সাবেক বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ নয়জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন। এদিন সকালে আসামিদের আদালতের হাজতখানায় আনে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আমীর হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

বিজ্ঞাপন

এর মধ্যে মনিরুল ইসলাম মনুকে আট মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে দুই মামলায় ও সালমান, দীপু, আমুকে এক মামলায় গ্রেফতার দেখান বিচারক।

গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করা হয়। ৪ সেপ্টেম্বর গ্রেফতার হন সাবেক আইজিপি শহীদুল হক। ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেফতার করা হয়। গত ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর