Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ শেষে দেশে ফিরলেন ৮০৫০০ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৩:০২ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৩:১১

ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ হাজি। বুধবার (৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশে আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭৫ হাজার ৪১৩ জন।

হজযাত্রী পরিবহণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে।

এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৫ হাজার ৪৩৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৬৯০ জন হাজিকে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৬২৯২ হজ হাজি। এ পর্যন্ত ২১০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২ ও সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ৩৩টি ফ্লাইট।

বিজ্ঞাপন

এ বছর হজ পালনে গিয়ে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী।

উল্লেখ্য, হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

সারাবাংলা/এনএল/ইআ

দেশে ফিরলেন হাজিরা পবিত্র হজ পালন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর