Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে চালু হচ্ছে না পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১০:১৩ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৩:১৯

পাবনা: রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে না বলে অভিযোগ করেছেন বেসরকারি সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, ঢাকা থেকে পাবনা আসতে যানজটের কবলে পড়তে হয়। চার ঘণ্টার রাস্তা ১০/১২ ঘণ্টা লেগে যাচ্ছে। সেক্ষেত্রে যাত্রী হয়রানি, ব্যক্তি হয়রানি থেকে রেহাই পেতে ট্রেন সার্ভিস চালু হলে আমরা সহজেই পাবনা থেকে ঢাকা যাতায়াত করতে পারব। রূপপুর পারমাণবিক প্রকল্প ও ইপিজেডে অসংখ্য বিদেশি বসবাস করেন। তাদের ঢাকায় যাতায়াতে যানজটে ব্যাপক নাজেহালের শিকার হতে হয়। সেই বিষয়টি বিবেচনা করে দ্রুত বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর খুলে দেওয়া হোক।

বিজ্ঞাপন

অপরদিকে আরিচা-কাজিরহাট ফেরি দিয়ে আরিচা থেকে কাজিরহাট আসতে দু-ঘণ্টা সময় লাগে। আবার কাজিরহাট থেকে আরিচা যেতে ১ ঘণ্টা ৪০ মিনিট লাগে। যদি ফেরিঘাটটি খয়েরচর এলাকায় স্থানান্তর করা হয় তাহলে আধাঘণ্টায় ২০ টাকা দিয়ে পারাপার হওয়া সম্ভব।

তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। একজন উপদেষ্টাও নেই সরকারে। আর সেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনা আগে থেকেই উন্নয়ন বঞ্চিত। পাবনার কোথাও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

হাবিব মোস্তফা বলেন, পাবনা থেকে সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়ে বারবার অগ্রগতি হলেও রাজনৈতিক ব্যক্তিদের সদিচ্ছার অভাবে অদৃশ্য কারণে বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রেল সচিব আন্তরিক রয়েছেন। ঈশ্বরদী বিমানবন্দর একই আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে আছে। সারাদেশে কয়েকটি বিমানবন্দর সরকার চালু করার সিদ্ধান্ত নিলেও আমরা বঞ্চিত হব কেন? দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে পাবনাবাসীকে নিয়ে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

আয়োজকরা জানান, আগামী ১৩ জুলাই পাবনা প্রেসক্লাবের সামনে শহীদ চত্বরে চার দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, শেকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজ খান, পরিচালক তাজুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯

আরো

সম্পর্কিত খবর