শাহবাগ থানায় গণমাধ্যমকর্মীদের ঢুকতে বাধা
২ জুলাই ২০১৮ ১৩:২১ | আপডেট: ২ জুলাই ২০১৮ ১৫:১৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কোটা সংস্কার অান্দোলনকারীদের কর্মসূচী শুরুর কিছুক্ষণ আগে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফর নাহার মিলাসহে বেশ কয়েকজনকে পুলিশ অাটক করেছে বলে অভিযোগ করেছেন অান্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু সোমবার ( ২ জুলাই) সকালে এসব ঘটনার তথ্য সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা শাহবাগ থানায় ঢুকতে চাইলে থানার প্রধান ফটক থেকে তাদের ফিরিয়ে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা।
প্রত্যক্ষদর্শী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারাবাংলাকে জানান, শহীদ মিনার এলাকা থেকে অান্দোলনকারী একজন নারীসহ কয়েকজনকে ছাত্রলীগ নেতাকর্মীরা সিএনজি অটোরিক্সাতে তুলে নিয়ে শাহবাগ থানায় নিয়ে আসে। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অান্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে ছাত্রলীগ কর্মীরা বেধরক পিটিছে বলে অভিযোগ করেছে অান্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের জন্য থানায় ঢুকতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্য হান্নান ও সিদ্দিকসহ অারও কয়েকজন তাতে বাধা দেয়। এসময় থানার মূল গেইটের সামনে দায়িত্বরত পুলিশ সদস্য হান্নান বলেন, ‘এই মুহুর্তে ভেতরে প্রবেশে নিষেধ রয়েছে স্যারদের পক্ষ থেকে। ভেতরে ডিসি স্যারের সঙ্গে মিটিং চলছে। পরে অাসেন।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার সামনে গণমাধ্যমকর্মীরা অবস্থান করছেন। এবিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাবুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
সারাবাংলা/এসএইচ/জেডএফ