আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আজ (বুধবার) মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। আগামী ১২ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।
বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন এর আগে বলেছিলেন, ‘যদি সুযোগ থাকে তবে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে আমি কথা বলবো।’
প্রসঙ্গত, আগামী ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে হবে।