Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায়ে স্বাস্থ্য অধিদফতরে ইউনানী-আয়ুর্বেদিকের শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৪:২৭ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৪:৩৪

ঢাকা: স্বতন্ত্র ইউনানী-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে স্বাস্থ্য অধিদফতরে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সেবা ভবন ঘেরাও করে এ কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের।

অবস্থান কর্মসূচিতে ‘এক দফা এক দাবি- স্বতন্ত্র কাউন্সিল চাই’, ‘অবৈধ চিঠি বাতিল করো’, ‘ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক মানে গৌরব, দালাল সিন্ডিকেট মানে লজ্জা’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তৃতীয় দিনেও দাবির প্রতি সরকারের নির্লিপ্ততা হতাশ করেছে। প্রথম দিন আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, গতকাল এবং আজ মিলিয়ে তিন দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। অথচ একজন সচিব বা ডিজি পর্যন্ত এসে কথা বলার প্রয়োজন মনে করেননি।

বিজ্ঞাপন

তারা বলেন, আমরা সরকারকে সময় দিয়েছি। আলোচনার সুযোগ রেখেছি। স্বাস্থ্য খাতের অবিচ্ছেদ্য অংশ হয়েও আমাদের অবহেলার শিকার হতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। আমাদের ক্লাস, ভবিষ্যৎ, পরীক্ষার ঝুঁকি নিয়েই আমরা রাস্তায় আছি। আমাদের পেশাগত অস্তিত্ব রক্ষা করতেই আজকে এই অবস্থান। এই আন্দোলন কেবল ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের নয়, এটা পুরো বিকল্প চিকিৎসা ব্যবস্থার অধিকার রক্ষার লড়াই।

এর আগে, গত ৩০ জুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশে ইউনানী‑আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ওই চিঠি একতরফা, পক্ষপাতদুষ্ট এবং নীতিবিরোধী, যা তাদের রেজিস্ট্রেশন, চাকরি ও উচ্চশিক্ষাকে হুমকির মুখে ফেলছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

সারাবাংলা/এমএইচ/ইআ

শিক্ষার্থীদের অবস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর