Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৪:৪২

খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা।

খুলনা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী শুক্রবার (১১ জুলাই) খুলনায় আয়োজন করতে যাচ্ছে একটি ঐতিহাসিক পদযাত্রা। “পরিবর্তনের বার্তা” ছড়িয়ে দিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় পদযাত্রা সফল করতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) ও পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. আব্দুল্লাহ চৌধুরি।

নেতারা জানান, এই পদযাত্রা বিকাল ৫টা থেকে শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় পিপলস মোড়, খালিশপুরে গিয়ে শেষ হবে। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন খুলনা জেলা এনসিপির নেতারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি, প্রচার ও প্রচারণা সেলের সদস্য সচিব এম সাইফুল ইসলাম এবং পদযাত্রা বাস্তবায়ন কমিটির সক্রিয় সদস্য—রুমি রহমান, সানজিদা আক্তার আখি, গোলাম মোস্তফা সজিব মোল্লা, মহরম মাহিম, সামসুল আরেফিন লিওন, রেজওয়ান আহমেদ, খালিদ সাইফুল্লাহ এবং জয় বৈদ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রা হবে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচি, যার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা পৌঁছানো হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির লক্ষ্যে এনসিপি এই পদক্ষেপ গ্রহণ করেছে।

সারাবাংলা/এসডব্লিউ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর