Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসই-তে

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৬:১৬

ঢাকা: দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত রয়েছে। টানা উত্থানের সঙ্গে বজায় রয়েছে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা। আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (০৯ জুলাই) দেশের পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস মূল্যসূচক বাড়ল। বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যাওয়ায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আগের দিন তথা মঙ্গলবারের (৮ জুলাই) ধারাবাহিকতায় সকালেই সূচকের দরবৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হয়। সারাদিনই তা অব্যাহত থাকে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫ পয়েন্টে। যা এর আগের চার কার্যদিবসের মধ্যে গত মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট, বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল।

বিজ্ঞাপন

বুধবার ডিএসই-তে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৫ নভেম্বর বুধবারের থেকে বেশি লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৩টির। অর্থাৎ সার্বিকভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৬৮.৭৭ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ৭৮টির। অর্থাৎ মোট ১৯.৬৫ শতাংশের দর কমেছে। আর দর পরিবর্তন হয়নি ৪৬টি বা ১১.৫৯ শতাংশের।

ঢাকার বাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক উর্ধ্বমুখী ছিল। সিএসই-তে বুধবার ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫১টির, কমেছে ৪৮টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির। দিনটিতে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৬০ পয়েন্টে।

আগের দিন (মঙ্গলবার, ৮ জুলাই) সিএসই-তে ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই=সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর