Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টেডিয়ামের গ্যালারির নিচে মিলল কিশোরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৬:১১

মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে মৃত কিশোর।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরে জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. ইয়াসিন হাওলাদার (১৭)।

বুধবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের মাঠপাড়া এলাকার শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নিচের ওই শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।

মৃত কিশোর মাঠপাড়া এলাকার মামুন হাওলাদারের ছেলে।

সদর পুলিশ ফাঁড়ির এসআই হরি চাঁদ জানান, স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে ওই কিশোরের মৃত্যু হতে পারে।

সারাবাংলা/এসডব্লিউ

কিশোরের মরদেহ উদ্ধার