Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিপ্রবিতে ‘জুলাই আন্দোলন’ বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৬:৩৫

পদোন্নতির প্রতিবাদ এবং তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘জুলাই আন্দোলন’ বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে এবং তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, যারা জুলাই আন্দোলনের সময় সরাসরি আন্দোলনের বিরোধিতা করেছেন, তাদের পুরস্কৃত করার চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে গণদাবিকে উপেক্ষা করার সামিল।
বক্তারা আরও বলেন, ‘পদোন্নতির মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের পুরস্কৃত করা হলে তা ন্যায়ের পরিপন্থী হবে এবং ভবিষ্যতে অন্যায়কে উৎসাহিত করবে।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই আন্দোলন ছিল ন্যায় ও স্বচ্ছতার দাবিতে সংগঠিত একটি ঐতিহাসিক আন্দোলন। সেই আন্দোলনের বিরোধিতা করা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতার মূল্যবোধকে আঘাত করেছেন। তাই তাদের বিচার না করে পদোন্নতি দেওয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) এক অফিস আদেশের মাধ্যমে একাধিক শিক্ষককে পদন্নোতি দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই

অবস্থান কর্মসূচি গোবিপ্রবি জুলাই আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর