চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পুলিশের ধারণা, বৃষ্টিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে স্থানীয়রাও তাকে চিনতে পারছে না।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ সারাবাংলাকে বলেন, ‘রাস্তার পাশে যুবকের লাশ পড়ে ছিল। তার ডান হাতে জখমের চিহ্ন আছে। সেটা বিদ্যুৎস্পৃষ্টের জখম বলে আমরা ধারণা করছি। লাশের পাশে একটি বিদ্যুতের ছেঁড়া তারও পড়ে থাকতে দেখা গেছে। আমাদের ধারণা, বৃষ্টিতে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারটি ধরার কারণে বিদ্যুতায়িত হয়ে যুবকটির মৃত্যু হয়েছে।’
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।