কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভাবিকে ধর্ষণের ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর ও তার বড় ভাই একই বাড়িতে থাকেন। ঘটনার দিন রাতে কিশোরের বড় ভাই বালুর নৌকার কাজে গেলে তার স্ত্রী ঘরে একা ছিলেন। এই সুযোগে অভিযুক্ত কিশোর ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী জানান, দেড় বছরের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে তার দেবর তাকে ধর্ষণ করেছে। ঘটনার পর তিনি স্বামীকে বিষয়টি জানান এবং মামলা করার সিদ্ধান্ত নেন। প্রথমে স্থানীয় কিছু ব্যক্তি আপস-মীমাংসার আশ্বাস দিলেও, শেষ পর্যন্ত ওই গৃহবধূ তাদের আশ্বাসে আস্থা না রেখে মামলা দায়ের করেন। তিনি আরও অভিযোগ করেন, আগেও কয়েকবার তার দেবর তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে।