Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋতুপর্ণার ক্যানসারে আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৭:০১ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৭:০৩

ঋতুপর্ণার বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলের সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে তার ক্যানসারে আক্রান্ত মা ভূজোপতি চাকমাকে দেখে এসেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণার মাকে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন।

বুধবার (৯ জুলাই) সকালে পার্বত্য জেলা রাঙামাটির কাউখালীর প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে যান প্রতিনিধি দলের সদস্যরা। সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এতে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারেক রহমানের নির্দেশে ঋতুপর্ণা চাকমার ক্যানসারে আক্রান্ত মাকে দেখতে গেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। এ সময় তারা চিকিৎসা সহায়তার পাশাপাশি পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্য সচিব মোকছেদুল মোমিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

উল্লেখ্য, ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার ইচ্ছায় ঋতুপর্ণা ফুটবলার হিসেবে নিজেকে গড়ে তোলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

ফুটবলার ঋতুপর্ণা চাকমা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর